Singapore Airlines

মাঝ আকাশে সিঙ্গাপুরগামী বিমানে ঝাঁকুনি, মৃত ১, আহত অন্তত ৩০

আন্তর্জাতিক

লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনিতে এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি। মঙ্গলবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৩৮ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৩২১ ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। লন্ডন থেকে সিঙ্গাপুরে ফিরছিল বিমানটি। কিন্তু মাঝপথে, বড় ধরনের টার্বুল্যান্সে পড়ে বিমানটি। যার জেরে এক যাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনায় ৩০ জনের বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন। বিমানটিকে ব্যাঙ্ককে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। সিঙ্গাপুর এয়ারলাইন্স বলছে, হিথরো বিমানবন্দর ছেড়ে আসা বিমানটি থাইল্যান্ডের স্থানীয় সময় বিকেল পৌনে ৪টায় থাইল্যান্ডের  সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন।

Comments :0

Login to leave a comment