বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রবল ঝড় ও বৃষ্টিতে কলকাতা ও শহরতলিতে মৃত্যু হয় দু'জনের। পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত্যু হয়েছে আরও একজনের। মঙ্গলবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ছিল ঝড়ের দাপট। কোথাও উপড়ে এসেছে গাছ, কোথাও বিদ্যুতের খুঁটি হেলে গিয়েছে। ওভাহেডের তার ছিঁড়ে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। কলকাতায় ঝড়ের তাণ্ডবে বেহালা ইউনিট পার্ক এলাকায় তারে গাছ পড়ে মিনা ঘোষ(৪৫) নামে এক মহিলার মৃত্য হয়েছে। জানা গেছে দোকান থেকে বাড়ি ফেরার সময় গাছটি ভেঙে পড়ে বিদ্যুতের তার নিয়ে। ঘটনাস্থলেই বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই মহিলার। ওই এলাকায় আরেক যুবকও বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। বারাসতের ইন্দিরা কলোনিতে গোবিন্দ বৈরাগী নামে এক ব্যক্তির ঘরের উপর একটি গাছের ডাল ভেঙে পরে। সেই গাছে চাপা পড়ে যান তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে ঝড় বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন এক দম্পতি। সেই সময় বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে কেশিয়াড়ির ঘৃতগ্রাম পঞ্চায়েতের বুড়িমহুল এলাকায় মাঠে চাষের কাজে গিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। সেই সময়ই বাজ পড়ে এবং বৃদ্ধের মৃত্যু হয়। তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
DEATH STROM
রাজ্যে ঝড়-বৃষ্টিতে মৃত ৩

×
Comments :0