Lightning Death

পুরুলিয়ায় বাজ পড়ে মৃত ৩

রাজ্য জেলা

বুধবার বিকেলে আচমকা কালবৈশাখী এবং বজ্র সহ বৃষ্টিতে বাজ পড়ে মৃত্যু হল তিনজনের। আহত ৫ জন। মৃতরা হল অযোধ্যার ভুইঁঘোরা গ্রামের রামদাস হাঁসদা (৫৫), বাহের বেসরা (৬০) , চুনারাম কিসকু (৩৫)।  আহত পাঁচ জনের মধ্যে তিন জনকে অযোধ্যা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে পুরুলিয়া দেবেন মাহাতো সদর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার বিকেলে অযোধ্যা পাহাড়ের বিদ্যাজাড়া গ্রামের অদূর একটি ফাঁকা বাড়ির কাছে ঝড়-বৃষ্টির সময় দাঁড়িয়ে ছিল এই আটজন। আচমকা বজ্রপাতে গুরুতর জখম হয় সকলে। মৃত তিনজনকে পাথরডি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
 

Comments :0

Login to leave a comment