MEXICO STAGE MISHAP

হাওয়ার ধাক্কায় প্রচারের মঞ্চ ভেঙে নিহত ৯

আন্তর্জাতিক

মঞ্চ ভেঙে পড়ার পর নিরাপত্তারক্ষীরা। মেক্সিকোর নুয়োভা লিওন প্রদেশে।

নির্বাচনী প্রচারের মাঝে ভেঙে পড়ল মঞ্চ। মারা গিয়েছেন অন্তত ৬ জন। আহত অন্তত ৫০। তবে ভারত নয়, ঘটনা মেক্সিকোর। নিহতদের মধ্যে এক শিশুও আছে বলেও জানা গিয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে মধ্য-বাম প্রার্থী আলভারেজ মেয়নেজের প্রচার সভা ছিল নুয়োভা লিওন প্রদেশের সান পেড্রো গারজা গার্সিয়া শহরে। আচমকা জোরালো বাতাস বইতে শুরু করে। তাতেই ভেঙে পড়ে মঞ্চ। কাঠামোর নিচে চাপা পড়েন অনেকে।
মেয়নেজ নিজে আহত না হলেও তাঁর প্রচারে যুক্ত কর্মীদের অনেকেই আহত হয়েছেন। মেয়নেজ মঞ্চে উঠে হাত নাড়ছিলেন। হাওয়ার ধাক্কায় মঞ্চের একটি অংশ ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা হলে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 
মেয়নেজ বলেছেন, ‘‘গানের জন্য বাদ্যযন্ত্র নিয়ে যাঁরা উঠেছিলেন মঞ্চে, আমি দেখি, তাঁরা হাওয়ার ধাক্কায় ছিটকে পড়ছেন। কয়েকজন ছুটে নিরাপদ জায়গায় পৌঁছলেও সবাই পারেননি।’’
ঘটনার পর এলাকায় ছিলেন মেয়নেজ। তিনি সমর্থকদের সঙ্গে কথাও বলেন। মাত্র কয়েক সেকেন্ড জোরে বাতাস বয়েছে। কিন্তু তাতেই প্রাণহানি হয়েছে প্রচারের মধ্যেই।

Comments :0

Login to leave a comment