গত পাঁচ দিনে, উত্তরপ্রদেশের কানপুরে হার্ট ও ব্রেন স্ট্রোকের কারণে ৯৮ জন মারা গেছেন, তাঁদের মধ্যে ৪৪ জন হাসপাতালে মারা গেছেন। ৫৪ জন রোগী চিকিৎসার আগেই মারা গেছেন। কানপুরের একটি বেসরকারি হাসপাতাল এই পরিসংখ্যান দিয়েছে।
তথ্য অনুসারে, গত এক সপ্তাহে ৭২৩ জন হৃদরোগী হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে এসেছেন। প্রচণ্ড ঠান্ডায় আক্রান্ত ১৪ রোগী শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। চিকিৎসাধীন অবস্থায় ছয় জন মারা যান। হাসপাতালে আরো ৮ জনকে মৃত অবস্থায় আনা হয়।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নগরীর এসপিএস হার্ট ইনস্টিটিউটে ১৪ রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে মোট ৬০৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৫৪ জন নতুন এবং ২৭ জন পুরাতন রোগী রয়েছেন। কার্ডিওলজি বিভাগের পরিচালক বিনয় কৃষ্ণ বলেন, এই আবহাওয়ায় রোগীদের ঠান্ডা থেকে রক্ষা করা জরুরি।
লখনউয়ের কেজিএমইউ হাসপাতালের পরিচালন কমিটির একজন সদস্য জানিয়েছেন, ‘এই ঠান্ডা আবহাওয়ায় হার্ট অ্যাটাক শুধু বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নয়। কিশোর-কিশোরীরা হার্ট অ্যাটাকের শিকার হয়েছে এমন ঘটনাও আমরা পেয়েছি। ছোট বড় সকলকে যতদূর সম্ভব বাড়ির ভিতরে থাকা উচিত’।
মন্তব্যসমূহ :0