Weather

পরপর নিম্নচাপের ভ্রুকুটি, কী পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

রাজ্য কলকাতা

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিলো। এই ঘূর্ণাবর্তটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে সোমবার উত্তর পূর্ব-বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
২৫ সেপ্টেম্বর পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আরেকটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হলে, এটি ২৬শে সেপ্টেম্বর দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলা গুলিতেও। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কমবে। স্থানীয়ভাবে দু-এক জায়গায় কখনও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

দক্ষিণবঙ্গে সোমবার মূলত মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দু-এক পসলা ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে। মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি। দুপুরের পর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার কিছু অংশে। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে হয় অফিস। 
বুধবার এবং বৃহস্পতিবারে বৃষ্টি সব জেলাতেই। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবারের পর দক্ষিণবঙ্গে কিছুটা কমবে বৃষ্টির পরিমান। কিন্তু ২৫ সেপ্টেম্বর নতুন করে নিম্নচাপ তৈরী হওয়ার ফলে উৎসবেও বৃষ্টি হবে বলে আগাম পূর্বাভাস দিয়েছিলো আবহাওয়া দপ্তর।  

উত্তরবঙ্গে সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গের সব জেলাতেই। স্থানীয়ভাবে বর্জ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা। কিন্তু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

 

Comments :0

Login to leave a comment