আগামী সোমবার ৩০জুন নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে মরশুমের প্রথম ম্যাচে নামবে মোহনবাগান। কলকাতা লিগে তাদের প্রতিপক্ষ পুলিশ এসি। তার আগে রবিবার যুবভারতীতে শেষ প্রস্তুতি সাড়ল গোটা দল । সাংবাদিকদের কাছে কোচ ডেগি কার্ডোজো বলেন ' প্রথম ম্যাচটা আমাদের জন্য বেশ কঠিন হতে চলেছে । তবে আমরা আত্মবিশ্বাসী । দলে অনেক নতুন খেলোয়াড়রা রয়েছে । অনেক ভালো খেলোয়াড়দের স্কাউট করে আনা হয়েছে। আমরা ৩পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামব '। রবিবারের অনুশীলনে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল থেকে আগত গুরনাজ সিং গ্রেওয়াল। পুলিশ এসি দলে রয়েছেন মোহনবাগানের দুই প্রাক্তনী শেখ সাহিল ও শুভ ঘোষ। ফলে প্রথম ম্যাচ থেকেই কঠিন প্রতিপক্ষের সামনে নিজেদের মেলে ধরতে প্রস্তুত সবুজ মেরুন শিবির।
CALCUTTA FOOTBALL LEAGUE
প্রথম ম্যাচের আগে জয়ের ব্যাপারে আশাবাদী মোহনবাগানের রিজার্ভ দল
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0