CPI-M

নীতি বদলের লড়াই চালানোর শপথ সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির

জাতীয়

তিরুবনন্তপুরমে কেন্দ্রীয় কমিটি বৈঠকের আগে শপথ গ্রহণ।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করেই গোটা দেশ জুড়ে আন্দোলন করবে সিপিআই(এম)। শ্রমিক, কৃষক এবং জনবিরোধী নীতি ও আইন বদলাতে বাধ্য না করা পর্যন্ত চলবে লড়াই। এই মর্মে শপথ নিয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্যরা। শুক্রবার থেকে কেরালার তিরুবনন্তপুরমে শুরু হয়েছে সিপিআই(এম)’এর কেন্দ্রীয় কমিটির বৈঠক। চলবে রবিবার পর্যন্ত। সভায় সভাপতিত্ব করছেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য বিভি রাঘভুলু। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী নীতি এবং আইনের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে।
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির বিবৃতিতে জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকার যে সমস্ত আইন ও নীতি কার্যকর করছে, তা শ্রমিক, কৃষক এবং সাধারণ মেহনতি মানুষের স্বার্থের পরিপন্থী। এই নীতিগুলি বাতিল না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার শপথ নেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment