CONGRESS

হিন্দু রাষ্ট্রের কথা বলে বিপাকে কংগ্রেস নেতা

জাতীয়

ছত্তিশগড় কংগ্রেসের নেতা এবং বিধায়ক অনিতা শর্মা শুক্রবার হিন্দু রাষ্ট্র গড়ার জন্য ঐক্যের আহ্বান জানিয়ে বেকায়দায়। কংগ্রেস নেতা অনিতা শর্মা পুরী শঙ্করাচার্য, স্বামী নিসচলানন্দ সরস্বতীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় এই আবেদন করেছিলেন।

“আমরা যেখানেই থাকি না কেন, হিন্দু রাষ্ট্র গড়ার শপথ নিতে হবে। আমাদের হিন্দুদের পক্ষে কথা বলা উচিত, যা তখনই সম্ভব যখন হিন্দুরা একত্রিত হবে, ”ছত্তিশগড়ের ধরসিওয়া আসনের কংগ্রেস বিধায়ক বলেছেন। তার এহেন বক্তব্যে বেকায়দায় পড়ে কংগ্রেস। তার বক্তব্যের পরে, কংগ্রেস বিবৃতি থেকে নিজেদেরকে তার বক্তব্যের থেকে দূরে সরিয়ে নিয়েছে। অনিতা শর্মার বক্তব্যকে "ব্যক্তিগত মতামত" বলে অভিহিত করেছে কংগ্রেস। দলেও সমালোচিত হতে হয়েছে তাকে। পরে, বিধায়ক স্পষ্ট করেন যে তার বক্তব্য বিরোধীরা ভুলভাবে ব্যাক্যা করেছে।

Comments :0

Login to leave a comment