ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলার সম্পাদক মন্ডলীর সদস্য হাসমত শেখের উপর আক্রমণের প্রতিবাদে ভরতপুর ২ বিডিও অফিস অভিযান হয়। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলকে বাধা দেওয়ার চেষ্টা করে। এই বিডিও অফিসে হাসমোত সেখকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়।
বুধবার ভরতপুর ২ বিডিও অফিসকে দুষ্কৃতি মুক্ত করা ও হাসমত শেখের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে এদিন সালার স্টেশন থেকে বিডিও অফিস অবধি মিছিল হয়। বিডিও অফিসের আগেই ব্যারিকেড করেছিল পুলিশ। পুলিশের একটি ব্যারিকেড ভেঙে ফেলেন ডিওয়াইএফআই কর্মীরা। এরপর আরেকটি ব্যারিকেডের সামনেই অবস্থান বিক্ষোভ হয়। বক্তব্য রাখেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। উপস্থিত ছিলেন পিএসইউ নেতা নওফেল সাফিউল্লাহ, ডিওয়াইএফআই নেতা সন্দীপন দাস, সৈয়দ নুরুল হাসান। বিডিওর কাছে ডেপুটেশনও দেওয়া হয়। বিডিও অফিস, থানাকে আর তৃণমূলের পার্টি অফিস বানিয়ে রাখা যাবে না। বিডিও অফিসে ডিওয়াইএফআই নেতাকর্মীদের তুলে নিয়ে গিয়ে মারধর করে পার পাওয়া যাবে না। রাস্তায় নেমেই জবাব দেব যুবরা। ডিওয়াইএফআই নেতা হাসমত শেখকে যারা মারধর করেছিল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিডিও অফিসকে তৃণমূলের গুন্ডাদের দখল মুক্ত করতে হবে। বুধবার সালারে বিডিও অফিস অভিযান থেকে এই দাবি জানায় ডিওয়াইএফআই।
গত ১৯ মে ডিওয়াইএফআই নেতা হাসমত শেখকে বিডিও অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করে তৃণমূলের নেতারা। অভিযোগ একটি দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিডিও অফিসেই মারধর করা হয় যুব নেতাকে। ঘটনায় জেলা প্রশাসনের কাছে অভিযোগ আকারে জানিয়েছে ডিওয়াইএফআই।
Comments :0