Body Recovered

চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার বর্ধমানে

জেলা

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের এক চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে বর্ধমান শহরের গোদার কাজিরহাট এলাকায় বাড়িতে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তড়িঘড়ি নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম অনির্বাণ চট্টোপাধ্যায় (৩৭)। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। যদিও কি কারণে তিনি আত্মঘাতী হয়েছেন তা নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি পরিবারের লোকজন। পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান।

Comments :0

Login to leave a comment