শুক্রবার দুপুরে আগুন লাগার ঘটনা ঘটল তপসিয়ার একটি সোফা কারখানায়। গত কয়েকদিনের মধ্যে শহর কলকাতায় একাধিক আগুন লাগার ঘটনা ঘটে চলেছে। আনন্দপুরে বস্তিতে আগুন লাগার পর আগুন লাগে নিউটাউনের আবাসিক এলাকার সিনার্জি বিল্ডিংয়ে। গত সোমবার শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন রেল স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মের পাশের অস্থায়ী দোকানগুলিতে আগুন লাগে। বৃহস্পতিবার দুপুরে বড়বাজারে রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লাগে। বউবাজারের সুবোধ মল্লিক স্কোয়ারে বৃহস্পতিবার বিকালে ভয়াবহ আগুন লাগে। সেটি ওয়েলিংটন ভুটিয়া মার্কেটে বলে বেশি পরিচিত। পরপর শহের আগুন লাগার ঘটনায় আতঙ্কের সৃষ্টি করেছে।
এদিন বেলা সৌয়া তিনটে নাগাদ তপসিয়া সোফা কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। আগুনের জেরে আশেপাশের এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং প্রচুর দাহ্য পদার্থ ও আসবাব থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। পরে আরও ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। কারখানার পাঁচিল ভেঙে আগুন নেভানোর চেষ্টা করতে হচ্ছে দমকল কর্মীদের। পাশের একটি গ্যারেজেও আগুন ছড়িয়ে পড়ে। দূর থেকেও দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। আগুন লাগার সময় কারখানায় কাজ করছিলেন অনেক কর্মী। তাঁরা আগুন লেগেছে বুঝে বাইরে বেরিয়ে আসেন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। যদিও আগুন এখনও নিয়ন্ত্রণে না আসার জন্য স্থানীয়দের একাংশ দমকলের গাফিলতিকে দায়ি করছেন। তাদের বক্তব্য সময়মতো দমকল এলে আগুন এতো ভয়াভয় হতো না। ঘটনাস্থল গিরে দিয়েছে পুলিশ। আগুন লাগার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে।
দমকলের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘‘অন্তত ১১টি ইঞ্জিন আগুন নেভারোর কাজ করছে। তর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশেপাশের ভবনগুলো খালি করে ফেলা হয়েছে। এটি একটি বড় আগুন। কারখানার ভেতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত করে রাখা আছে বলে মনে হচ্ছে, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করছে। কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছেন।’’ দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
Fire in Topsia
তপসিয়ায় সোফা কারখানায় আগুন
×
Comments :0