SIR Chakulia

এসআইআর শুনানিকে কেন্দ্র করে চাকুলিয়ায় বিক্ষোভ

জেলা

এসআইআর  শুনানি নোটিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সাধারণ ভোটারদের, চাকুলিয়ায় রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনায় পুলিশি লাঠিচার্জের অভিযোগ। ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় শুনানি নোটিশের বিরোধিতায় সরব হয়ে উঠলেন সাধারণ ভোটাররা। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকের কাহাটা এলাকায় নির্বাচন কমিশনের জারি করা শুনানি নোটিশ প্রত্যাহারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসীরা। বিক্ষোভের জেরে দীর্ঘ সময় ধরে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রথম দফায় শুনানি সম্পন্ন হওয়ার পরেও তথাকথিত লজিক্যাল ডিসক্রেপান্সি দেখিয়ে ফের বহু ভোটারকে শুনানি নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও হয়রানির আশঙ্কা তৈরি হয়েছে। ভোটারদের দাবি,  প্রয়োজনীয় সমস্ত নথি আগেই জমা দেওয়া হয়েছে,  তার পরেও বারবার শুনানির নামে হয়রানি করা হচ্ছে।
এই নির্দেশিকার প্রতিবাদে এদিন কাহাটা এলাকার পাশাপাশি বেহরিয়া, শিরসী ও ভুইধর গ্রাম থেকেও শত শত মানুষ বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীরা স্পষ্ট ভাষায় জানান,  অবিলম্বে এসআইআর শুনানি নোটিশ প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।
বিক্ষোভের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। তবে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা চাকুলিয়ার গোয়ালপোখর-২ বিডিও অফিসের দিকে এগোতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করলে জনতা আরও মারমুখী হয়ে ওঠে বলে অভিযোগ।
লাঠিচার্জ চলাকালীন পুলিশের লাঠির আঘাতে চাকুলিয়া থানার আইসি রাজু সানয়ার গুরুতরভাবে জখম হন। তাঁকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীদের পক্ষে সাকিব আখতার ও বাইজুল হক নির্বাচন কমিশনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আমরা আর কোনও কাগজ দেখাতে যাব না। যা দেখানোর,  আগেই দেখিয়ে দিয়েছি। এআই ব্যবহার করে এসআইআর করার অনুমতি বিডিওকে কে দিয়েছে, তা আমরা জানতে চাই।’’ তাঁদের আরও অভিযোগ, বিডিও অফিসকে আরএসএস’র এজেন্ট হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছে। এই অভিযোগ তুলে তাঁরা তীব্র ভাষায় আক্রমণ করেন প্রশাসনকে।
ঘটনাকে কেন্দ্র করে গোটা চাকুলিয়া এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

Comments :0

Login to leave a comment