Jalpaiguri Firing

সার্কিট বেঞ্চের ভবন উদ্বোধনের মুখে গুলিকাণ্ড জলপাইগুড়িতে

জেলা

ছবি: প্রতীকী

জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন হওয়ার কথা ১৭ জানুয়ারি। তার তিনদিন আগে রাতবিরেতে গুলিচালনার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন।
বুধবার গভীর রাতে শান্তিপূর্ণ জলপাইগুড়ি শহরের সমাজপাড়া এলাকায় গুলি চলে। এই এলাকাটি জলপাইগুড়ি রবীন্দ্রভবন, স্টুডেন্ট হেলথ হোম ও সুনীতি বালা সদর বালিকা বিদ্যালয়ের অদূরে। গভীর রাতে গুলির শব্দে ঘুম ভাঙে এলাকার বাসিন্দাদের। ঘটনাস্থলে থাকা একটি চারচাকা গাড়ির সামনে গুলির চিহ্ন মিলেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাঝেমধ্যেই দুষ্কৃতীদের দাপাদাপি চলে। বুধবার রাতে গুলির আগে বাজি ফাটানোর শব্দও শোনা যায়।
১৭ জানুয়ারি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, দেশের প্রধান বিচারপতি সহ বিশিষ্টদের থাকার কথা। সেই কারণে ইতিমধ্যেই শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মধ্যেই এই গুলি চালানোর ঘটনা শহরের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

Comments :0

Login to leave a comment