Bangladesh Fire

ঢাকার বহুতলে আগুন, মৃত ৬

আন্তর্জাতিক

বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকায় একটি বহুতলে অগ্নিকান্ডের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন। শুক্রবার সকাল সাতটা ৫০ মিনটি নাগাদ উত্তরার ১১ নম্বর সেক্টরের বহুতলের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে  দুইজন মহিলা, একজন পুরুষ ও একটি শিশুও রয়েছে। নিহতেরা হলেন ফজলে রাব্বি, তাঁর স্ত্রী আফরোজা আক্তার, তাদের দুই বছরের ছেলে কাজী ফাইয়াজ রিশান, হারেস ও তাঁর ছেলে রাহাব। একজনের পরিচয় জানা যায়নি। মৃত আফরোজার মামাতো ভাই মহম্মদ আবু সাইদ জানান, ফজলে রাব্বি ওষুধ প্রস্তুতকারক একটি সংস্থায় কর্মরত। তাঁর স্ত্রী আফরোজা আক্তার তিনিও একটি সংস্থায় কর্মরত। তাদের দুই ছেলে ফাইয়াজ ও রাফসান। স্বামী-স্ত্রী দুজনই কর্মজীবী হওয়ায় তাদের দুই ছেলেই উত্তরাতেই দিদার বাড়তে থাকত। শুক্রবার ছুটি তাই তাঁরা ছেলেকে বাড়ি নিয়ে আসে। সকালে ওই আগুনে মৃত্যুর খবর জানতে পারেন তিনি। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সার্জন শাওন বিন রহমান জানান, আফরোজাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ধোঁয়ায় অসুস্থ হয়ে তিনি মারা গেছেন অনুমান। স্থানীয় প্রসাশন সূত্রে পাওয়া খবরে জানা গেছে ওই বহুতলে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীদের ও স্থানীয়দের প্রচেষ্টায় সকাল সাড়ে আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সম্পূর্ণ আগুন নেভাতে আরও দেড় ঘন্টা লেগে যায়। দমকল সূত্রে জানা গেছে ওই বহুতলের দ্বিতীয় তলায় যে ঘরটিতে আগুন লাগে সেখানে প্রচুর আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। আগুনে পুড়ে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ১৩ জন। তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। পুলিশ ও দমকল আগুন লাগার কারণ জানতে তদন্ত চালাচ্ছে। দমকলের আধিকারিক মহম্মদ আবদুল মান্নান বলেন, আগুন তিনতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে।

Comments :0

Login to leave a comment