Ganashakti 60: Surya Mishra

গণশক্তি ৬০: নয়া ফ্যাসিবাদ মোকাবিলায় জনতার ব্যাপক মঞ্চ গড়ার আহ্বান মিশ্রের

রাজ্য কলকাতা

গণশক্তি পত্রিকার ৬০ বছরের অনুষ্ঠানে সূর্য মিশ্র। মঞ্চে নেতৃবৃন্দ।

উদারনীতির সঙ্কট ডেকে এনেছে নয়া ফ্যাসিবাদের বিপদকে। তাকে মোকাবিলা করতে হলে বহু বহু মানুষকে সঙ্গে নিয়ে আসতে হবে। ঐক্য গড়তে হবে। তার ভিত্তিতেই ব্যাপকতম মঞ্চ গড়ে তুলে রুখতে হবে বিপদকে।
শনিবার কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনে ‘গণশক্তি ৬০’ অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন প্রবীণ সিপিআই(এম) নেতা সূর্য মিশ্র। 
ব্যাপকতম মঞ্চকে ব্যাখ্যা করেছেন মিশ্র। তিনি বলেছেন, কেবল কয়েকটি রাজনৈতিক দল এক জায়গায় এলেই জনগণের মঞ্চ গড়ে উঠবে না। পৌঁছাতে হবে জনগণের কাছে। তার মধ্যে শ্রমিক, কৃষক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, ছোট ব্যবসা, ছোট শিল্প এমনকি অবৃহৎ শিল্পও থাকবে। 
তিনি বলেছেন, এই বিপুল অংশের অনেকটা আমাদের সঙ্গে নেই। যাঁরা সরে গিয়েছেন তাঁদের ওপর কোনও কমিউনিস্ট রাগ করে থেকে কথা বন্ধ করে দিতে পারে না। তাঁদের কাছে পৌঁছাতে হবে। 
মিশ্র বলেন, ইতিহাস তৈরি করেন মানুষ। কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতা থাকে। যে কোনও ইতিহাস যে কোনও অবস্থায় তৈরি হয় না। সে কারণে পরিস্থিতিকে বুঝতে হবে। আমার বলেছি চারটি প্রধান দ্বন্দ্ব রয়েছে। আর কেন্দ্রীয় দ্বন্দ্ব সাম্রাজ্যবাদের সঙ্গে সমাজতন্ত্রের দ্বন্দ্ব। আমেরিকায় ট্রাম্পের শাসন তা প্রতিদিন স্পষ্ট করছে।   
মিশ্র বলেন, আমাদের বুঝতে হবে বিষয়ীগত পরিস্থিতি কি। অর্থাৎ জনগণের চিন্তা চেতনা কোন অবস্থায় রয়েছে। তাকে বদলাতে হবে।   
মিশ্র বলেন, আমাদের শক্তির উৎস ‘গণশক্তি’। পার্টির মুখপত্র । 
সামনে যে চ্যালেঞ্জ তাকে মোকাবিলায় পার্টি বলছে মতাদর্শ , রাজনীতি, সংগঠন ও সংগ্রামের কথা।  
দেশের প্রসঙ্গে মিশ্র বলেন, এত বৈচিত্র অন্য কোনও দেশে পাওয়া কঠিন। নয়া ফ্যাসিবাদ সেই বৈচিত্র ভেঙ দিতে নেমেছে। আমাদের প্রধানমন্ত্রী ‘নমস্তে ট্রাম্প’ বলে আমেরিকার রাষ্ট্রপতিকে ডেকে এনেছিলেন। তিনি বলেন যে মনে রাখতে হবে তৃতীয় বিশ্বের দেশের সঙ্গেও সাম্রাজ্যবাদের দ্বন্দ্ব বাড়ছে। 
আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব স্তিমিত ছিল, তা নতুন করে দানা বাঁধছে।  ট্রাম্পের কথা এখন সবাই মেনে নিচ্ছে না। ডলারের আধিপত্য সবাই মেনে নিতে রাজি না। 
ভারত এমন দেশ যেখানে বৈচিত্র আছে। তো আক্রান্ত, এমন বৈচিত্র্য অন্য কোথাও নেই। 
মিশ্র বলেন, ২০০৮ সালে যখন বিশ্বে পুঁজিবাদের সঙ্কট দেখা দিল তা ছিল উদারনীতির সঙ্কট। তখন থেকেই লুটেরা পুঁজি এই দৌরাত্মের উদ্ভব। তিনি বলেন, সেই সঙ্কটই নয়া ফ্যাসিবাদের বিপদকে ডেকে এনেছে। লড়াই অনেক বড়ো, তাই সবাইকে একত্রিত করতে হবে।
যারা অন্যদের ঝান্ডা ধরেছেন তাঁদেরও এখানে এনে একত্রিত করতে হবে।

Comments :0

Login to leave a comment