Ganashakti 60 Md Salim

গণশক্তি ৬০: সবচেয়ে বড় সন্ত্রাসবাদী আমেরিকাই, বললেন সেলিম

রাজ্য কলকাতা

শনিবার ‘গণশক্তি ৬০‘ অনুষ্ঠানে বলছেন মহম্মদ সেলিম। ছবি ও ভিডিও: অরিজিৎ মণ্ডল ও প্রিতম ঘোষ।

প্রতীম দে ও পূজা বসু

ভেনেজুয়েলায় একতরফা হামলা চালিয়েছে ট্রাম্পের আমেরিকা। নির্বাচিত রাষ্ট্রপতিকে সরাতে চাইছে। পঁচিশ বছর ধরে লাতিন আমেরিকার এই দেশের বিরুদ্ধে বিভিন্ন ভাবে যুদ্ধ চালিয়েছে। ভেনেজুয়েলার খনিজ সম্পদ, সোনা, তেলের দখল নিতে চায় আমেরিকা। কিন্তু ভিয়েতনাম যদি আমেরিকাকে রুখে দিতে পারে তা’হলে হুগো সাভেজ-নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলাও পারবে। 
শনিবার ‘গণশক্তি ৬০’ অনুষ্ঠানে একথা বলেছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এবং রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন, ভেনেজুয়েলার আক্রমণ প্রমাণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে বড় সন্ত্রাসবাদী। সেই সঙ্গে তিনি মনে করিয়েছেন সত্তরের দশকে  ভিয়েতনামকে দখল করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছিল আমেরিকার ৫৮ হাজার সেনাকে। 
আমাদের মহাদেশ মার্কিন আগ্রাসনের বাইরে নয়। বাংলাদেশে যা হচ্ছে সেটা বুঝতে হবে। কার মদতে এই কাজ হচ্ছে আমাদের সেটা মাথায় রাখতে হবে। 
সেলিম বলেন, আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারের পতনের পর মার্কিন পত্র পত্রিকা লিখেছিল ‘রেজিম’ পরিবর্তন। আমরা দেখেছি পুরুলিয়া অস্ত্রবর্ষণ। বিভিন্ন শক্তিকে ব্যবহার করে বামফ্রন্ট সরকাকে উৎখাতের পরিকল্পনা করা হয়েছিল। মমতাকে হাতিয়ার করতে চেয়েছিল বামফ্রন্টের বিরুদ্ধে। মাওবাদী হিন্দু মুসলিম সাম্প্রদায়িক শক্তি এক হয়েছিল। কালীঘাটের মুরোদে এটা হয় না। 
সেলিম বলেন, আজকে বাংলার শিক্ষা সংস্কৃতি কৃষি শিল্প সব শেষ হয়েছে। আজকে আমাদের কাছে চ্যালেঞ্জ এর মোকাবিলা করা। 


‘গণশক্তি’ প্রসঙ্গে তিনি বলেন, একটি পত্রিকা, যা খেটে খাওয়া মানুষের পক্ষে, তাকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে টিকে থাকতে হয়। এগিয়ে যেতে হয়। এই দেশের কমিউনিস্ট আন্দোলন প্রথম থেকেই পত্র পত্রিকায় জোর দিয়েছে। 
সেলিম বলেন, খেটে খাওয়া মানুষের কথা, বিজ্ঞান মনস্কতার কথা, যুক্তির কথা শাসক গোষ্ঠীর অপছন্দ। ‘গণশক্তি’-র ন্যায্য অধিকার সরকার দিতে চায় না। পাঠক গ্রাহকরা প্রতি মুহূর্তে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। 
সিপিআই(এম)’র কর্মসূচি জানিয়ো তিনি বলেন, জানুয়ারির ধ্যে ২৫ হাজার বৈঠকী সভা রাজ্য জুড়ে হবে। মানুষের কাছে গণশক্তি-কে পৌঁছে দিতে হবে।  মুদ্রণের পাশাপাশি অনলাইন এডিশন আছে গণশক্তির। তার চাহিদা বেড়েছে। একে আরও উপযোগী করে তুলতে হবে।
সেলিম বলেন, সুপ্রিম কোর্টকে ব্যবহার করে আরাবল্লি পাহাড়কে শেষ করে দিতে চেয়েছিল। দেউচা হোক আর আরাবল্লি, প্রকৃতির লুট চলছে। কর্পোরেট পুঁজি নিজের মুঠোয় সব নিতে চাইছে। আমদের শ্রমজীবী মানুষকে এক করে সেই মুঠোকে আলগা করতে হবে। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজেদের শক্তিকে বাড়াতে হবে। ‘গণশক্তি’ ৬০ বছরে পা দিল। নিজেদের আরো ধারালো করবে। গ্রাহক পাঠক আরও বাড়াতে হবে।

Comments :0

Login to leave a comment