এসআইআর নিয়ে কমিশন যা করছে তা খুবই নিন্দনীয়। নির্ভুল ভোটার তালিকা নয়। আসল উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো।
রবিবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
চক্রবর্তী বলেন, ভয় দেখানোর রাজনীতি যেমন বিজেপি করে তেমন আরএসএস’র ইন্ধনে তৃণমূলও করে। ফলে কে বেশি ভয় দেখাতে পারবে তার প্রতিযোগিতা চলছে।
নির্বাচন কমিশনের দুই সিইও-র ধর্মীয় পরিচয় তুলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের কড়া নিন্দা করেছেন চক্রবর্তী। তিনি বলেছেন, আরিজ আফতাব নির্বাচন কমিশনের সিইও ছিলেন, তাঁর ধর্ম তুলে কথা বলা বা এখনকার সিইও মনোজ আগরওয়াল তাঁর ধর্মীয় পরিচয় টেনে এনে বার্তা দিতে চেয়েছেন শুভেন্দু। নির্বাচন কমিশনের সেই ব্যবস্থা নেওয়া উচিত যাতে শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হন।
চক্রবর্তী বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে ধর্মের বিচারে ভাগ করা বেআইনি, অসংসদীয়, সব রীতিনীতির বিরুদ্ধে। আমি ধিক্কার জানাই।
আরেক প্রশ্নে চক্রবর্তী বলেন, উন্নয়নের পাঁচালী আসলে লুটের পাঁচালী। তৃণমূল আর বিজেপি দু’রকম পাঁচালী শোনা। পাঁচালী শোনানো বিজেপি বা তৃণমূলের কাজ না।
তিনি বলেন, কাজ হওয়া উচিত মানুষকে ভরসা দেওয়া। অথচ স্কুলে লেখাপড়া বন্ধ। যুবকের কাজ নেই পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছেন। আইনের শাসন নেই। এই যে ভয়াবহ পরিস্থিতি চলছে তাকে রুখতে হবে।
Comments :0