US Venezuela Left

মার্কিন আগ্রাসনের নিন্দা করতে হবে ভারতকেও, প্রতিবাদের বার্তায় দাবি বামপন্থীদের

জাতীয়

বিশ্বজুড়েই হচ্ছে প্রতিবাদ। বিক্ষোভ নিউ ইয়র্কে।

ভেনেজুয়েলা এবং লাতিন আমেরিকার জনতার সংহতিতে পথে নামার ডাক দিল ভারতের বামপন্থী দলগুলি। শান্তিকামী, সাম্রাজ্যবাদ বিরোধী মানুষকে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
গত শনিবার ভেনেজুয়েলায় বিমান হামলা চালায় আমেরিকা। সার্বভৌম এই দেশের নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক উড়িয়ে দেশে বাইরে নিয়ে যাওয়া হয়। তাঁকে বন্দি করে প্রথমে গুয়ানতেনামো বে এবং তারপর আমেরিকায় ব্রুকলিন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। এই জঘন্য আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের দেশে দেশে প্রতিবাদ হচ্ছে। ভারতের নরেন্দ্র মোদী সরকার যদিও বিবৃতিতে কেবল উদ্বেগই জানিয়েছে, নিন্দা তো দূর, এমনকি প্রতিবাদও জানায়নি।    
রবিবার বিবৃতিতে ভারত সরকারের কাছে বামপন্থী পাঁচ দলের দাবি, বিশ্বজুড়ে এই আগ্রাসনের নিন্দা হচ্ছে। ভারতেরও উচিত এই নিন্দায় শরিক হওয়া।
রবিবার বিবৃতি দেওয়া হয়েছে সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি, সিপিআই’র সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিআই(এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক জি দেবরাজন এবং আরএসপি’র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্যের পক্ষে।
বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন প্রতিবেদনে জানা যাচ্ছে যে ভেনেজুয়েলায় বিপুল অংশের মানুষ মার্কিন আগ্রাসনের প্রতিবাদে নেমেছেন। ভেনেজুয়েলার লড়াকু মানুষের প্রতি সংহতি জানানো হচ্ছে।  
বামপন্থীরা বলেছেন যে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প খোলাখুলি বলছেন ভেনেজুয়েলার তেলের ভাণ্ডার দখলই আসল উদ্দেশ্য। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও আরেকধাপ এগিয়ে বলেছেন যে মেক্সিকো, কিউবা পরের লক্ষ্য। আমেরিকা সম্প্রতি ‘সুরক্ষা নীতি’ সংক্রান্ত বোঝাপড়া প্রকাশ করেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে গোটা বিশ্বে আধিপত্য কায়েম করতে চায় আমেরিকা। তার জন্য দরকার হলে সামরিক হামলা চালানো হবে। কুখ্যাত ‘মনরো ডকট্রিন’ নতুন করে চালু করতে চািছে আমেরিকা। পশ্চিম গোলার্ধকে পিছনের উঠোন হিসেবে দেখা হবে। নিজেদের ইচ্ছেমতো একের পর এক দেশে শাসন চালাবে আমেরিকা।

Comments :0

Login to leave a comment