বাংলাদেশের শরিয়তপুরে আক্রান্ত ব্যবসায়ী খোকন দাসের মৃত্যু হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শরীয়তপুরের ডামুড্যার কনেশ্বর ইউনিয়নের কেউরভাঙ্গা বাজারের কাছের গত বুধবার রাতে তাঁকে ছুরি দিয়ে কোপানোর পর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসায়ীকে কুপিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টায় যুক্ত থাকার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। শনিবার রাত ১টা নাগাদ এই গ্রেপ্তারের ঘটনার কথা জানায় র্যা ব। তাদের দেওয়া তথ্যে জানা গেছে র্যা ব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল কোম্পানি কমান্ডার এএসপি শাহজাহানের নেতৃত্বে এজাহারনামীয় আসামি সোহাগ, রাব্বি ও পলাশকে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান জানিয়েছেন, মৃত্যুর আগে খোকন দাস অভিযুক্তদের নাম বলে গেছেন। তিনি জানান, খোকন দাস একজন ওষুধ ও বিকাশ ব্যবসায়ী। তিনি ৩১ ডিসেম্বর রাত বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছেই ৩–৪ জন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেয়। হামলাকারীদের চিনে ফেলায় দুষ্কৃীরা খোনক দাসের শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে খুনের চেষ্টা করে। আক্রান্তের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত ও দগ্ধ অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শরীয়তপুরের পুলিশ সুপার দাবি করে বলেন, ধৃতেরা স্থানীয় বখাটে এবং ধরনের মাদকাসক্ত।
Bangladesh
খোকন দাস খুনের ঘটনায় গ্রেপ্তার ৩
×
Comments :0