Md Salim

পাঁচালী না, তৃণমূল-বিজেপি প্যাঁচ কষছে, ভুগছেন মানুষ: সেলিম

রাজ্য

মেদিনীপুর শহরে সংবাদমাধ্যমের মুখোমুখি মহম্মদ সেলিম।

তৃণমূল উন্নয়নের পাঁচালী বের করেছে। আর বিজেপি বলছে দুর্নীতির পাঁচালী বের করব। আসলে পাঁচালী না দু’জনেরই প্যাঁচ কষা চলছে। আর প্যাচে পড়েছেন মানুষ। মানুষের জীবনযন্ত্রণার কথা নিয়ে সে কারণেই লড়াইয়ের ময়দানে রয়েছে বামপন্থীরা।
রবিবার মেদিনীপুর শহরে সংবাদমাধ্যমের প্রশ্নে এই মন্তব্য করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন মেদিনীপুর শহরে ‘বাংলা বাঁচাও যাত্রা’ কর্মসূচিতে যোগ দেন তিনি।
সেলিমের ব্যাখ্যা, হিন্দি বলয়ে এই বিজেপি ‘হনুমান চালিশা’-কে ব্যবহার করছে। আসলে লক্ষ্মী বা হনুমান নয়, ধর্মাশ্রিত রাজনীতি ধর্মীয় চিহ্ন বা প্রতীককে ব্যবহার করে। মানুষের ধর্মীয় আবেগ নিয়ে খেলা করে। জীবনজীবিকার সঙ্কট আড়াল করার চেষ্টা করে। 
সেলিম বলেন, মানুষের সঙ্কট শিক্ষা, কাজে, ফসলের দামের কথা, সারের কালোবাজারির কথা, একশো দিন কাজের কথা কে বলবে? দুই দলই ধর্মীয় আবেগকে ব্যবহার করতে চায়।
সেলিম বলেন, বিজেপি সারা দেশে করেছে আর মমতা ব্যানার্জিও এরাজ্যে ধর্মীয় আবেগকে ব্যবহার করতে চাইছেন। এরা নতুন করে লক্ষ্মীছাড়ার দেশ বানাতে চাইছে।
ধর্মীয় সাম্প্রদায়িক হিংসা এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। সেলিম বলেছেন, বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, তাদের সংবিধানকে জলাঞ্জলি দিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা হচ্ছে। সেখানে সংখ্যাগুরুর ধর্ম ইসলাম। ফলে সেখানে মুসলিমদের নিয়ে সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতি চাপানো হচ্ছে। আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। আক্রান্ত প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক মানুষ। আক্রান্ত হচ্ছেন কমিউনিস্টরা। 
সেলিম বলেন, এদেশেও বিভিন্ন রাজ্যে আরএসএস’র শাখা বজরঙ দলের  মতো সংগঠন সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে। আসলে ধর্মের আড়ালে সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতিকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সংবিধান সেই অনুমতি দেয় না। সংখ্যালঘুদের পাশাপাশি অন্যান্য অংশের ওপর আক্রমণ হচ্ছে। ধর্ম আলাদা। কিন্তু ধর্মীয় মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির দর্শন এক।
তিনি বলেন, বাংলাদেশের আজকের পরিস্থিতি যেহেতু কাম্য নয় সে কারণেই এদেশে, এরাজ্যে আমাদের দেশের সংবিধান, আমাদের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ কাঠামোকে রক্ষা করতে। বামপন্থীরা সেই লড়াই চালাচ্ছে।

Comments :0

Login to leave a comment