MUKTADHARA | POETRY — PRATIRODH | JUBIN GHOSH | 16 MARCH 2024

মুক্তধারা | কবিতা — প্রতিরোধ | জুবিন ঘোষ — ১৬ মার্চ ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  PRATIRODH  JUBIN GHOSH  16 MARCH 2024
মুক্তধারা  
কবিতা
প্রতিরোধ 
জুবিন ঘোষ
 
এই যে গণতন্ত্র আছে 
জীবন ভরা ধন্দ আছে 
বন্ধ হৃদয় দুয়ার খোলে 
এমন মন্ত্র কোথায় আছে?
 
আজকে বাংলা জ্বলছে ক্ষোভে 
কালকে তারা কোথায় শোবে 
আগুন পাখি গিলেই চলে 
মা জননীর শাড়ির কোলে
 
বাসের চাকা আগুন মাখে 
সর্ব ভারত ভয়ে কাঁপে 
এই মাত্র জানল সবে 
কালকে আবার বনধ হবে
 
পূর্ব ভারত প্রেমের পরে 
অপূর্বদের হত্যা করে 
সেই বাংলাই দাঁড়ায় ফিরে 
ভিড় মিশে যায় আরেক ভিড়ে
 
তবুও গণতন্ত্র আছে 
লুকিয়ে বীজমন্ত্র আছে 
সেই ভরসায় মানুষগুলো 
পা চালিয়ে আবার বাঁচে


 

Comments :0

Login to leave a comment