এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে একটুর জন্য পদক হাতছাড়া করেন মনু ভাকের । কাজাখিস্তানের শ্যামকেন্টে এই প্রতিযোগিতার উইমেন্স বিভাগের ২৫মিটারের পিস্তলে চতুর্থ হলেন মনু। তিনি সংগ্রহ করেন মোট ২৫পয়েন্ট । তৃতীয় স্থান পেয়েছেন ভিয়েতনামের থু ভিন্থ। তার সংগ্রহ ২৯পয়েন্ট। তবে এই অলিম্পিক পদকজয়ী মনু পদক হাতছাড়া করলেও ই ২৫মিটার পিস্তলের জুনিয়র বিভাগে পায়েল ক্ষত্রী জিতলেন সোনার পদক।৩৬পয়েন্ট নিয়ে সোনা জেতার সঙ্গে সঙ্গে ভারতের নাম উজ্জ্বল হল এই বিভাগে । পায়েলের পর ৩০পয়েন্ট নিয়ে নামিয়া কাপুর এবং ২৭পয়েন্ট নিয়ে তেজস্বীনি রূপো এবং ব্রোঞ্জ পদক জেতেন। এছাড়া দলগত বিভাগেও দ্বিতীয় স্থান পেয়ে রুপো জিতল ভারত। ১৭০০ পয়েন্ট নিয়ে কাজাখিস্তানকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান পেল ভারত। এই প্রতিযোগিতায় ১০মিটার এয়ার পিস্তল বিভাগের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু। ২৫মিটার পিস্তল বিভাগের যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে অবস্থান করেছিলেন এশা। মনু ভাকের এবং দুই চাইনিজ পদকজয়ী শুটার জিয়াও ও জ্যাংকে পিছনে ফেলে শীর্ষে ছিলেন এশা।
ASIAN SHOOTING CHAMPIONSHIP 2025
এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পদক হাতছাড়া মনু ভাকেরের
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0