ভারত সামরিক সংঘাত পরিস্থিতি বাড়িয়ে তুলছে না। ভারত তার জবাব দিচ্ছে কেবল। ২২ এপ্রিল পহেলগামে যা হয়েছে সেটিই ‘এসকালেশন’ বা সংঘাত বৃদ্ধি।
আন্তর্জাতিক স্তরে দু’দেশের সামরিক সংঘাত ঘিরে উদ্বেগের মধ্যে বৃহস্পতিবার একথা বলেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। এদিন নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে তাঁর সঙ্গেই ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবল উইং কমান্ডার ব্যোমিকা সিং। সংঘাতের বিশদ জানান তাঁরা।
এদিন সকালেই প্রতিরক্ষা মন্ত্রক জানায় যে পাকিস্তানের হামলার জবাব দিতে ভারত সকালে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে তাদের বিমান সুরক্ষা ব্যবস্থায়।
বিকেলে সাংবাদিক সম্মেলনে মিসরি বলেছেন, পাকিস্তানের প্রত্যাঘাতের লক্ষ্য হয়েছে ভারতের সামরিক পরিকাঠামো এবং এবং বসতি এলাকা। গুরুদ্বারে হামলা করেছে। মোট ১৬ নাগরিকের মৃত্যু হয়েছে, ৬৯ আহত হয়েছে।
সোফিয়া কুরেশি এবং ব্যোমিকা সিং বিশদ জানিয়ে বলেছেন, মঙ্গলবার মাঝরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে কেবল সন্ত্রাসবাদী ঘাঁটিতেই হামলা করা হয়। পাক সেনার কাঠামোয় আক্রমণ করা হয়নি। তার জবাবে পাকিস্তান বুধবার সারাদিন ভারতের সামরিক পরিকাঠামো এবং বসতি এলাকায় হামলা চালিয়েছে।
জানানো হয়েছে যে ভারতের উত্তর ও পশ্চিম অংশে জলন্ধর, অবন্তীপুর, অমৃতসর, পাঠানকোট, ভাটিন্ডা, চন্ডীগড়, জম্মু, ভূজ, ফলৌদির সামরিক পরিকাঠামোয় হামলা চালিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার সকালে ‘ঠিক সমান জবাব’ দেওয়া হয়েছে বলে জানানো হয় সাংবাদিক সম্মেলনে। বলা হয় যে লাহোরে পাকিস্তানের আকাশ নিরাপত্তার সামরিক ব্যবস্থা বিকল করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় বারামুল্লা, পুঞ্চ, রাজৌরির মতো এলাকায় নাগরিক বসতিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। ছোঁড়া হচ্ছে গোলাবারুদ, ভারী অস্ত্রশস্ত্র। বলা হয়েছে, ‘ভারত সংঘাতের মাত্রা নিয়ন্ত্রণে দায়বদ্ধ। কিন্তু পাকিস্তান এই দায়বদ্ধতাকে মর্যাদা দিচ্ছে না।’
মিসরি বলেছেন, ‘‘পাকিস্তান অসত্য তথ্য দিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করছে। পহেলগাম হামলায় সন্ত্রাসবাদীরা একাজ করার চেষ্টা করেছে। এই দুয়ের মধ্যে সংযোগ থাকতে পারে। এই জঘন্য কৌশলকে ভারতে সফল হতে দেওয়া যাবে না। কোনও ধর্মীয় স্থানে ভারত আঘাত করেনি। সন্ত্রাসবাদী লক্ষ্যেই আঘাত হয়েছে। ধর্মীয় স্থানকে ব্যবহার করে সন্ত্রাসবাদী প্রশিক্ষণের চললে তার দায় পাকিস্তানের।’’
মিসরি বলেছেন, ‘সীমান্তের বাইরে থেকে অসত্য প্রচার চালানো হচ্ছে। পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে। নীলম ঝিলম প্রকল্পের বাঁধে আক্রমণের অভিযোগ একেবারে অসত্য। কেবল সন্ত্রাসবাদী পরিকাঠামোয় হামলা হয়েছে। তার লোকেশন শেয়ার করা হয়েছে। ভারতীয় সেনার পরিকাঠামো বা অন্য জায়গায় আঘাত করার জন্য পাকিস্তান এই অজুহাত তৈরি করছে। এমন চেষ্টা হলে জবাব হবে।’’
মিসরি বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদে লাগাতার মদত দেওয়ার অভিযোগ থেকে হাত ধুয়ে ফেলতে চাইছে। পাকিস্তানই বিশ্ব সন্ত্রাসবাদের উৎসস্থল। কেবল ভারত নয়, অন্য দেশেও সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানে সংযোগ দেখা গিয়েছে। ওসামা বিন লাদেনক পাকিস্তানেই পাওয়া গিয়েছিল। পাকিস্তান সীমান্তপার সন্ত্রাসবাদে মদত দিয়ে চলেছে।’’
এক প্রশ্নে জয়েশ-এ-মহম্মদের মাসুদ আজহারের আত্মীয়দের মৃত্যু সম্পর্কে প্রশ্ন করা হয়। মিসরি বলেন, ধৈর্য ধরতে হবে। প্রয়োজন অনুযায়ী তথ্য পেশ করা হবে।
Vikram Misri on Border Conflict
উত্তেজনা বাড়ানোয় দায়ী পাকিস্তান, ভারত জবাব দিচ্ছে, বললেন বিদেশসচিব

×
Comments :0