Maharashtra

নগর পরিকল্পনা নিয়ে রাজ থ্যাকারের সাথে বৈঠক ফড়নবিশের

জাতীয়

মুম্বাই শহরের পরিবহন ও বিদ্যুৎ পর্ষদের ইউনিয়ন নির্বাচন জয়ী হয়েছে বিজেপি জোট। পরাজিত হয়েছে রাজ এবং উদ্ধবের জোট। বুধবার এই ফলাফলের পরপরই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সাথে রাজ থ্যাকারের সাক্ষাৎ নতুন করে জল্পনা তৈরি করেছে মহারাষ্ট্রের রাজনীতিতে। কয়েক সপ্তাহ আগে দীর্ঘ তিক্ততা ভুলে এক মঞ্চে এসেছে রাজ এবং উদ্ধব। 
তবে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকার নিয়ে রাজ দাবি করেছেন তাদের মধ্যে কোন রাজনৈতিক আলোচনা হয়নি। নগরোন্নয়ন নিয়ে হয়েছে আলোচনা। তিনি বলেন মুম্বাই ট্র্যাফিকের সমস্যা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার দাবি করেছেন বিভিন্ন সময় অন্যান্য দলের নেতাদের সাথে বিভিন্ন বিষয় সাক্ষাৎ বা সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকে সেই বিষয় কোন রাজনীতি না খোঁজা উচিত। 
কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষা নীতির যেই তিন ভাষা নীতি সেই সূত্রকে কেন্দ্র করে এক হয়েছে রাজ এবং উদ্ধব, তাদের দাবি হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। 
সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ থ্যাকারে এক্স হ্যান্ডেলে লিখে ছিলেন, ‘কেন্দ্রীয় সরকার বর্তমানে হিন্দি ভাষার আধিপত্য বিস্তার করতে চাইছে। হিন্দি আমাদের জাতীয় ভাষা নয়।’ রাজ স্পষ্ট জানান তাঁর দল হিন্দি ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্তের বিরোধিতা করবে। 
২০০৫ সালে শিবসেনা ছেড়ে নিজের আলাদা দল তৈরি করেন রাজ। সম্প্রতি ভেঙে গিয়েছে শিবসেনা। দু’টি দল তৈরি হয়েছে। একটি উদ্ধবের অন্যটি শিন্ডের। আলাদা দল করে রাজনীতিতে নামলেও সেই ভাগ দাগ কাটতে পারেননি রাজ থ্যাকারে। সম্প্রতি একটি পডকাস্টে রাজ বলেছেন তার এবং তার তুতো ভাই উদ্ধবের যে বিরোধ তা মহারাষ্ট্রের যে সংস্কৃতি তার পক্ষে ক্ষতিকর হচ্ছে। তিনি বলেন, ‘‘উদ্ধবের সঙ্গে আমার বিরোধ সামান্য। কিন্তু আমাদের এই বিরোধের থেকেও আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মারাঠা সংস্কৃতি এবং মহারাষ্ট্রের নিজস্ব অস্তিত্ব।’’ তিনি আরও বলেন যে তাঁদের একসঙ্গে আসা কোন সমস্যার নয়, উভয়ের ইচ্ছা থাকলে তা সম্ভব। তাঁর দাবি, রাজ্যের মানুষ এক হয়ে একটি রাজনৈতিক দল তৈরি করা প্রয়োজন।

Comments :0

Login to leave a comment