MOHUN BAGAN

৩ গোলে জয় মোহনবাগানের

খেলা

প্রথমার্ধে ২ গোল করার পর দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান জেমি ম্যাকলারেন। গোলটি জেমি করলেও তার কারিগর ছিলেন মানভির সিং। গোলরক্ষককে কাটিয়ে থালায় খাবার সাজিয়ে দেওয়ার মতো পাস থেকে সহজ গোল করেন জেমি । এই নিয়ে মোহনবাগান জার্সিতে তার ৩ টি গোল হয়ে গেলো। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চলে গেল মলিনার মোহনবাগান ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন