NATUNPATA | POETRY — CHARA KABI | RATHINDRANATH BHOWMIK — 18 MARCH 2024

নতুনপাতা | কবিতা — ছড়া কবি | রবীন্দ্রনাথ ভৌমিক — ১৮ মার্চ ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  POETRY  CHARA KABI  RATHINDRANATH BHOWMIK   18 MARCH 2024

নতুনপাতা 

কবিতা 

ছড়া কবি 
রবীন্দ্রনাথ ভৌমিক

ছড়া কবি ছড়া কবি 
কেমন করে আঁকো, 
এমনতর আখর ছবি 
পাতায় ভরে রাখো!


কি করে ফুল ফোটাও 
গন্ধ ছোটাও প্রাণে 
গুনগুনানো অলি জোটাও 
ফুলের কানে কানে।


কেমন করে চাঁদকে হাসাও 
ছোট্ট শিশুর মুখে 
নদীর বুকে ডিঙি ভাসাও 
মাঝিকে বাঁচাও সুখে।


কেমন করে সাতটি সুরে 
পাখিদের দাও গান 
সাতটি রংয়ে আকাশপুরে 
ভরাও সবার প্রাণ।


ছড়া কবি শিল্পী তুমি 
ছড়ায় আঁকো ছবি 
রাঙাও সবার মনোভূমি 
ভোরের আলোয় সবই।


সহজ কথায় সহজ করে 
আঁকো চাঁদ ফুল তারা 
ছন্দ সুরে দাও যে ভরে 
হয়েই আত্মহারা।

Comments :0

Login to leave a comment