NATUNPATA | QUZEE — AML KAR | 21 MARCH 2024 ANS.

নতুনপাতা | বলতে পারো — অমল কর — ২১ মার্চ ২০২৪ সমাধান

ছোটদের বিভাগ

NATUNPATA  QUZEE  AML KAR  21 MARCH 2024 ANS

নতুনপাতা  

বলতে পারো  

অমল কর  

২১ মার্চ ২০২৪ সমাধান

 জিজ্ঞাসা
১) বিগত বিশ্বকাপ ক্রিকেটে (২০২৩) কে করেন সর্বাধিক অর্ধশতরান? 
২) বিশ্বের কোন্ অধিনায়ক ক্রিকেটে সর্বপ্রথম একইনিংসে ৯ জন বোলারকে ব্যবহার করেন?
৩) ঋত্বিক ঘটক অভিনীত প্রথম ও শেষ চলচ্চিত্রের নাম বলো।
৪) শুক্র, বৃহস্পতি,শনি এবং শনির উপগ্ৰহ টাইটানিকের  "মেঘ" কীভাবে গঠিত?
৫) GOOGLE -এর পুরো কথা কি?
৬) খালিপেটে ও ভরাপেটে পাকস্থলীর আয়তন কতটা?

সমাধান
১) বিগত বিশ্বকাপ ক্রিকেটে(২০২৩) ভারতের বিরাট কোহলি সর্বাধিক অর্ধশতরান করেন __মোট ৬ টি।
২) বিশ্বে প্রথমবার  ইংল্যান্ডের অধিনায়ক গ্ৰাহাম গুচ ১৯৮৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ইনিংসে ৯ জন বোলারকে ব্যবহার করেন।
৩) ঋত্বিক ঘটক অভিনীত প্রথম চলচ্চিত্র তথাপি(১৯৫০) এবং শেষ চলচ্চিত্র যুক্তি তক্কো আর গপ্পো (১৯৭৭)।
৪)শুক্রগ্ৰহের মেঘ সালফিউরিক এসিড দ্বারা, বৃহস্পতি ও শনির মেঘ অ্যামেনিয়া দ্বারা এবং শনির উপগ্রহ টাইটানিকের মেঘ তরল মিথেন কণা দিয়ে গঠিত।
৫) GOOGLE -এর পুরো কথা হল Global Organisation of Oriented Group Languages Of Earth ।
৬) খালিপেটে পাকস্থলীর আয়তন ০.৫ লিটার, ভরাপেটে তার আয়তন প্রায় ৪ লিটার।

Comments :0

Login to leave a comment