POETRY — SUNIRMAL BOSE — MUKTADHARA | 23 MAY 2024

কবিতা — সুনির্মল বসু | ফুটে ওঠো আপন সৌরভে — মুক্তধারা | ২৩ মে ২০২৪

সাহিত্যের পাতা

POETRY   SUNIRMAL BOSE  MUKTADHARA  23 MAY 2024

কবিতা

ফুটে ওঠো আপন সৌরভে 
সুনির্মল বসু

মুক্তধারা

এভাবেই গতায়ু দিন-রাত্রিগুলো 
যেহেতু সত্য-অর্থে 
কোনো তাৎপর্য্য বহন করে না, 
তাই এ-সব ছোটো-খাটো 
দুঃখ মুখের কথাও 
একদিন আমরা ভুলে যাবো 
হাঁস যেমন করে 
নরম ডানা থেকে 
জল ঝেড়ে ফেলে। 
ভুলে যাবো জীবনের অপ্রিয় 
বিবিধ-সংলাপ। 
গ্লানি-অপমান, অবসাদ-হতাশা 
কে কাকে ছোঁয়?
মৃত্যুই বা কাকে? 
নাভিমূলে জ্বালিয়ে রেখে সূর্য্যকে 
ফুটে উঠো আপন সৌরভে।।

Comments :0

Login to leave a comment