BRITAIN ELECTION

ব্রিটেনে ভোট ৪ জুলাই, ঘোষণা সুনকের

আন্তর্জাতিক

ঋষি সুনক।

ব্রিটেনে ভোট হচ্ছে ৪ জুলাই। জরুরি ভিত্তি ডাকা মন্ত্রীসভার পর বুধবার রাতে নির্বাচনের দিন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনক। 
ডাউনিং স্ট্রিটে সংক্ষিপ্ত ভাষণে রক্ষণশীলদের নেতা সুনক কোভিড মহামারী থেকে ইউক্রেনে সামরিক সংঘাতে তাঁর সরকারের ভূমিকা সম্পর্কে বলেছেন। 
সুনকের নীতির বিপক্ষে বারবারই প্রতিবাদ দেখা গিয়েছে ব্রিটেনে। বিরোধী লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার বলেছেন, ভবিষ্যৎ ব্রিটেনের বাসিন্দাদের হাতে। এবারও কনসারভেটিভ পার্টি জয়ে হলে তারা মনে করবে যা ইচ্ছে করার ছাড়পত্র হাতে রয়েছে। ব্রিটেনের অনেক সম্ভাবনা রয়েছে। তাকে কাজে লাগানোর সময় এখন। 
বিশ্বজুড়ে আর্থিক মন্দার পর থেকে ইউরোপের অন্য দেশের মতো ব্রিটেনেও সঙ্কট চলছে। সেই সঙ্গে উগ্র দক্ষিণপন্থী প্রবণতা জোরালো হয়েছে। অভিবাসী বিরোধী বিদ্বেষ উসকে দিয়েছেন সরকারে আসীন সুনকের এক সময়ের মন্ত্রী সুয়েলা বেভারম্যান। প্রতিবাদের জেরে যদিও বেভারম্যানকে সরতে হয়েছে। 
কোভিড মহামারী পরিস্থিতি ব্রিটেনে স্বাস্থ্য ব্যবস্থায় বেসরকারিকরণের ফলাফল আরও সামনে এসে গিয়েছে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় পর্যাপ্ত বিনিয়োগের দাবি জোরালো হয়েছে। 
সংবিধান অনুযায়ী ২০২’র জানুয়ারিতে সুনক নির্বাচন করাতে পারতেন। কিন্তু এই ইঙ্গিত ছিল, যত দিন যাচ্ছে পরিস্তিতি ঘোরালো হচ্ছে বলে, আগেই ডেকে দেবেন নির্বাচন। এদিন সেই ঘোষণাই করলেন সুনক।

Comments :0

Login to leave a comment