জন সুরাজ দলের নেতা প্রশান্ত কিশোর মঙ্গলবার অভিযোগ করেছেন যে বিহার নির্বাচনে জন সুরাজ পার্টির তিন প্রার্থী বিজেপির চাপে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। সাংবাদিক সম্মেলনে প্রশান্ত কিশোর অভিযোগ করেছেন যে ক্ষমতাসীন এনডিএ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এতটাই ভীত ফলে তারা বিরোধী প্রার্থীদের নির্বাচন থেকে সরে আসার জন্য হুমকি দিচ্ছে। দানাপুর, ব্রহ্মপুর এবং গোপালগঞ্জ এই আসনে প্রার্থী নাম প্রত্যাহার করেছে বলে জানা গেছে।
প্রশান্ত কিশোর অভিযোগ করে বলেছেন, "গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। দেশে এমন কোনও নজির নেই। বিজেপি সুরাট মডেল অনুসরণ করার চেষ্টা করছে। যেখানে তাঁদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কারণ অন্য সকল প্রার্থীদেরকে বাধ্য করা হয়েছিল মনোনয়ন প্রত্যাহার করতে।"
জন সুরাজ দল বিহারের ২৪৩টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। তিনজন প্রার্থীর নাম প্রত্যাহারের পর তারা বর্তমানে ২৪০টি আসনে লড়বে।
Comments :0