শ্রম কোড বাতিল সহ শ্রমিক কর্মচারী মেহনতি মানুষের সতের দফা দাবি নিয়ে ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে গোটা রাজ্য তথা দেশের শ্রমজীবীর সঙ্গে মিছিলে শামিল হলেন জলপাইগুড়ির শ্রমজীবী মানুষ।
মঙ্গলবার বড় পোস্ট অফিস মোড় থেকে মিছিল শুরু হয়ে নতুন পাড়া ডিবিসি রোড কদমতলা, দিনবাজার ঘুরে মিছিল বড় পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়, মিছিলে পথ হাঁটেন, শ্রমিক কর্মচারী ঐক্য মঞ্চের আহ্বায়ক জিয়াউল আলম, এআইটিইউসি’র বর্ষীয়ান নেতা প্রদীপ গোস্বামী, শ্রমিক নেতা ধ্রুবজ্যোতি গাঙ্গুলি, মুকুল চক্রবর্তী, সিআইটিইউ নেতা কৃষ্ণ সেন, ১২ই জুলাই কমিটির দুই কনভেনার বাণীব্রত সাহা, প্রদীপ কর্মকার, কর্মচারী আন্দোলনের নেতৃত্ব মনোজিৎ দাস সহ অন্যান্য শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ।
মিছিল শুরুর আগে শ্রমিক কর্মচারী ঐক্য মঞ্চের আহ্বায়ক জিয়াউল আলম বলেন, ২০ মে শ্রমিক কর্মচারীদের ডাকে সারা দেশে ধর্মঘট ছিল। পহেলগাম পরবর্তী পরিস্থিতিতে শ্রমিক কর্মচারীরা দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে সরকারকে কিছুটা সময় দিয়েছে আগামী ৯ জুলাই পর্যন্ত।
আলম বলেন, ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে দেশের শ্রমজীবী মানুষের ঐক্য ভাঙতে চাইছে শ্রমিক স্বার্থ বিরোধী কেন্দ্রের বিজেপি সরকার। শ্রম কোড সহ বিভিন্ন অসংবিধানিক আইন চাপিয়ে দিয়ে দেশের শ্রমজীবী মানুষের কন্ঠ রোধ করতে চাইছে এই সরকার। তার বিরুদ্ধেই আগামী নয় জুলাইয়ের সারা দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমরা চাই সরকার তার নীতি পরিবর্তন করুক।
Jalpaiguri 9 July
ধর্মঘটের পক্ষে, বিভাজনকে হারিয়ে ঐক্যের পক্ষে মিছিল জলপাইগুড়িতে

×
Comments :0