মহেশতলায় বরুণ মন্ডল (৪০) নামে মদ্যপ এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় ২ ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে মহেশতলার গোপালপুর মালিপাড়া এলাকায়। নিহতর স্ত্রী তপতী মন্ডলের অভিযোগের ভিত্তিতে পুলিশ ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে। ধৃত চিরঞ্জিত মিত্র ও শুভঙ্কর মিত্রকে আলিপুর আদালতে হাজির করে পুলিশ। প্রতিবেশি যুবককে পিটিয়ে মারার ঘটনায় উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের বাড়ি চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, পেশায় গ্রীল মিস্ত্রী বরুণ মন্ডল মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছিলেন। গালিগালাজকে কেন্দ্র করে সেই সময়প্রতিবেশি চিরঞ্জিত মিত্র’র সঙ্গে তাঁর বচসা হয়। ছোট ভাই শুভঙ্কর মিত্রও বচসায় জড়িয়ে পড়ে। দুই ভাই বেধড়ক মারধর করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই যুবক। পুলিশ তাঁকে উদ্ধার কর বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। এই মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ায় উত্তেজনা তৈরি হয়। প্রতিবেশিরা অভিযুক্ত ২ ভাইয়ের বাড়িতে চড়াও হয়। পুলিশের এক আধিকারিক বুধবার এবিষয়ে জানান, ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে।
beating to death
মহেশতলায় পিটিয়ে খুন, ধৃত দুই ভাই

×
Comments :0