এসএফআই এবং ডিওয়াইএফআই নিউ বারাকপুর লোকাল কমিটির উদ্যোগে শুরু হলো প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্র। রবিবার উদ্বোধন করলেন ডিওয়াইএফআই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি দেবজ্যোতি চক্রবর্তী। উপস্থিত ছিলেন এসএফআই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি কমরেড ডাঃ দীপ্তজিৎ দাস। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিডাঃ বিদিশা দত্ত।
Book Stall New Barrackpore
ছাত্র-যুবদের বুক স্টলের উদ্বোধন নিউ বারাকপুরে

×
Comments :0