একনাগাড়ে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। প্রায় পনেরো দিন হয়ে গেল প্রায় সূর্যালোক দেখেনি ডুয়ার্সের মানুষ। অনবরত বৃষ্টি চলছে পাহাড় ও ডুয়ার্সে। সিকিম পাহাড় এবং ভূটানেও বৃষ্টি হচ্ছে। যার জেরে সেখানকার বিভিন্ন নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে। বাদ যায়নি তিস্তাও। এরই মধ্যে তিস্তার স্রোতে পড়ে গিয়ে ভেসে গেল বেশ কয়েকটি হাতি। মঙ্গলবার রাতে প্রায় ১১টা নাগাদ এই ঘটনা ঘটে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজে।
জানা গিয়েছে, স্রোতে ভাসতে ভাসতে হাতির দলটি আটকে যায় গজলডোবা তিস্তা ব্যারেজের গেটে। সেখানেও হাবুডুবু খেতে থাকে হাতিগুলি। লক গেটের সঙ্গে ধাক্কায় আঘাতও লাগে হাতিগুলির। বিষয়টি চোখে পরে স্থানীয়দের পাশাপাশি ব্যারেজের কর্মীদের।
অনেকে চেষ্টা করেছিলেন হাতির দলটিকে উদ্ধার করতে। কিন্তু গেটের মুখে স্রোতের জন্য উদ্ধার করা যায়নি। শেষ পর্যন্ত গেট খুলে ভাসিয়ে দিতে হয় হাতিগুলোকে। পরবর্তীতে ওপারে গিয়ে হাতিগুলি নিরাপদে উঠে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। দলটি ৬ টি হাতি ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Elephant's fell teesta
তিস্তায় পা হড়কে পড়ল হাতির দল, রয়েছে নিরাপদে

×
মন্তব্যসমূহ :0