পণপ্রথার শিকার এক গৃহবধূ। গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। খুনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। পণের অতিরিক্ত দু'লক্ষ টাকা দিতে না পারায় এই গৃহবধূকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি মৃতার বাপের বাড়ির। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানার কামারখুর গ্রামে। মৃতার নাম কারিমা খাতুন।
শুক্রবার সকালে কামারখুর গ্রামের তার শ্বশুড় বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মৃত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার বাবার বাড়ি পাইকর থানার আমডোল গ্রামে। দু'বছর আগে কামারখুর গ্রামের আশরাফুল শেখের সঙ্গে কারিমা খাতুনের বিয়ে হয়। মৃতার পরিবারের অভিযোগ, মেয়ের কাছ থেকে দিন কয়েক আগে পণের জন্য চাপ দেওয়ার বিষয়টি তারা জানতে পারেন। কিন্তু সেই পণের টাকা দিতে না পারায় মেয়েকে খুন করে তার গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। মৃতার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক।
Housewife Murder
গৃহবধূকে খুনের অভিযোগ

×
Comments :0