পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান সেনার অত্যাচার নিয়ে রাষ্ট্রসঙ্ঘে সরব হলো ভারত। রাষ্ট্রসঙ্ঘে ভারত জানিয়েছে ওই অঞ্চলে সাধারণ মানুষের গণবিক্ষোভ দমন করতে পাকিস্তানের সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে।
ভারতের পক্ষ থেকে প্রথম সচিব ভাবিকা মঙ্গলানন্দন বলেন, সাম্প্রতিক সময় পাকিস্তান বাহিনী ও তাদের মদতে সন্ত্রাসবাদী গোষ্ঠী গুলো বহু সাধারণ মানুষকে হত্যা করেছে। ওই এলাকায় মানুষজন নিজেদের মৌলিক অধিকার ও স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। মঙ্গলানন্দন বলেন, ‘পাকিস্তান অবিলম্বে দমননীতি ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ করুক। পাক অধিকৃত অঞ্চলের মানুষ বিক্ষোভে নেমেছেন পাকিস্তানের সামরিক শাসন, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে।’
মঙ্গলানন্দনের কথায়, পাকিস্তান বারবার ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে জাতিসংঘের আলোচনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গণতন্ত্রের প্রতি ভারতের জনগণের আস্থা রয়েছে। জম্মু ও কাশ্মীরের মানুষ নিয়মিত ভোটাধিকার প্রয়োগ করেন।’
জাতিসংঘের ১৯৪৮ সালের প্রস্তাবের কথা উল্লেখ করে ভারত জানায়, পাকিস্তানকে কাশ্মীর থেকে তার সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেই কাজ করেনি। উল্টে তারা এলাকা দখল করে বসে আছে।
United Nation
পাক অধিকৃত মানুষের ওপর পাকিস্তান সেনা বাহিনীর অত্যাচার নিয়ে সরব ভারত
×
Comments :0