বিজেপি শাসিত ত্রিপুরায় আক্রান্ত পুলিশ। গাড়ি থেকে নামিয়ে মাটিতে ফেলে মারধর করা হয় পুলিশ আধিকারিক শিবু রঞ্জন দে’কে। শুক্রবার বিলোনিয়ায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে কালিপুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুটি ক্লাবের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। বিলোনিয়া থানার ওসি শিবু রজ্ঞন দে বাহিনী নিয়ে সেই পরিস্থিতি সামাল দিতে যান। সেই সময় স্থানীয় ওরিয়েন্টাল ক্লাবের মাইক তিনি বন্ধ করে দেন। তারপরও আরও বাড়ে উত্তেজনা। অভিযোগ ওই ক্লাবের সদস্যরা ওই আধিকারিককে মারধর করতে থাকে। গাড়ি থেকে নামিয়ে মাটিতে ফেলে তাকে মারধর করা হয়। কর্তব্যরত ওই আধিকারিক গুরুতর আহত হয়েছেন। পরবর্তী সময় বাড়তি পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্রে মারফর পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় তিনজন এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। উল্লেখ্য পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা বার বার সামনে এসেছে। ফাইল হাতে টেবিলের তলায় পুলিশের লুকানোর ছবি এখনও মানুষের মনে রয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি বার বার দাবি করে তারা এরাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠা করবে সুযোগ পেলে। পাশের রাজ্য ত্রিপুরার এই ঘটনা প্রমাণ করলো সেই রাজ্যের আইন শৃঙ্খলার বেহাল দশা। কালিপুজোকে কেন্দ্র করে এরাজ্যেও একাধিক ঘটনা সামনে এসেছে। গড়িয়ায় শব্দবাজির প্রতিবাদ করায় মারধর করা হয়েছে মহিলাকে।
Tripura
ত্রিপুরায় আক্রান্ত পুলিশ
×
Comments :0