ইংরেজি সংবাদ ওয়েবসাইট ‘দ্যা ওয়্যার’-র ওপর নিষেধাজ্ঞার সমালোচনা হচ্ছে বিভিন্ন অংশ থেকে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের নিন্দা করেছে সিপিআই(এম)।
শুক্রবার, ‘দ্যা ওয়্যার’ জানিয়েছে যে তথ্য প্রযুক্তি আইনের উল্লেখ করে কেন্দ্রের বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এই নির্দেশ জারি করেছে। দেশের ইন্টারনেট পরিষেবাদাতা সংস্থাগুলি নিষেধাজ্ঞার পিছনে এই নির্দেশিকা রয়েছে বলে জানায় এই সংবাদ প্রতিষ্ঠানকে।
সিপিআই(এম) সোশাল মিডিয়ায় পোস্ট করে বলেছে, ‘‘সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর এই আক্রমণ নিন্দাজনক। বিভিন্ন টিভি চ্যানেল লাগাতার ‘অপারেশন সিন্দুর’ সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করে চলেছে। তাদের সতর্কও করা হচ্ছে না। এটা লজ্জার যে ‘দ্যা ওয়্যার’-র মতো দায়িত্বশীল একটি সংবাদ প্রতিষ্ঠানকে এই সময়েই বন্ধ করে দেওয়া হচ্ছে।’’
তবে শুক্রবার রাতে এই ওয়েবসাইট দেখা যাচ্ছে। ‘দ্যা ওয়্যার’ জানিয়েছে যে নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে সিপিআই সাধারণ সম্পাদক চিঠি দিয়েছেন কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে।
ভারত এবং পাকিস্তানের সামরিক সংঘাত পরিস্থিতিতে বিভিন্ন সংবাদমাধ্যমে এমন নানা তথ্য পরিবেশন করা হচ্ছে যা সরকারি স্তর থেকে বলা হচ্ছে না। পাকিস্তানের বিভিন্ন দাবিতেও বিশ্বাসযোগ্য প্রমাণ মিলছে না। এই সময়ে নির্দিষ্ট তথ্যভিত্তিক প্রতিবাদের বদলে সরকারি স্তর থেকে ‘দ্যা ওয়্যার’-কে বন্ধের পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছেন ডিএমকে’র নেতা এবং তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও।
শিবসেনা নেতা সঞ্জয় রাউত সোশাল মিডিয়ায় পোস্টার দিয়ে লিখেছেন, ‘ওয়্যার অফ, লায়ার অন’।
সংঘাতের সময়ে বিজেপি এবং তার সরকারের ভূমিকায় প্রশ্ন তোলে সোশাল মিডিয়ায় এমন একাধিক চ্যানেল বা হ্যান্ডেল বন্ধ করার খবর মিলেছে। সাংবাদিক পুন্যপ্রসূন বাজপেয়ীর ইউটিউব চ্যানেল বা ‘ফোর পিএম’ চ্যানেল কেন দেখা যাচ্ছে না তা নিয়ে বহু অংশ প্রশ্ন তুলছে।
The Wire Censored
সংবাদ ওয়েবসাইটে বন্ধ করল কেন্দ্র, প্রতিবাদ সব স্তরে, নিন্দা সিপিআই(এম)’র

×
Comments :0