scorching heat in South Bengal

উত্তরবঙ্গে বর্ষা থমকে, গরমে পুড়ছে দক্ষিণ

কলকাতা

কেরালার পরে উত্তরবঙ্গে গরম ঢুকলেও তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাোয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী উত্তরবঙ্গে থমকে আছে মৌসুমী অক্ষরেখা। বর্তমানে মালদার উপরে অবস্থাণ করছে অক্ষরেখাটি। এদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী ১৭ জুন পর্যন্ত। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির অপেক্ষা। মাঝেমাঝে বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি তীব্র হয়ে উঠেছে।

 
দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহ থেকে রেহাই মিলছে না আপাতত। আগামী ৪৮ ঘন্টায় আরও তাপমাত্রা বাড়বে। শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে, তা নিশ্চিত করে বলতে পারেনি আবহাওয়া দপ্তর। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশী। আগামিকাল অর্থাৎ বৃহষ্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে

Comments :0

Login to leave a comment