পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই ভোটের ময়দানে নেমে পড়লো সিপিআই(এম) কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে আগামী ৮ জুলাই বাংলার পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা হলো। নির্বাচনের দিন ঘোষণার সাথে সাথেই তৎপরতা লক্ষ্য করা গেল সিপিআই(এম) কর্মী সমর্থকদের মধ্যে। এখনো দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা করা না হলেও দেওয়াল লিখন শুরু করলেন সিপিআই(এম) নেতৃত্ব। এদিন সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় সমর্থনে দেওয়াল লিখন হয়। সিপিআই(এম) নেতা জয়নাল আবেদিন জানিয়েছেন, এই পঞ্চায়েত নির্বাচনের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। এই কারণেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়া সাথে সাথেই দলের তরফ থেকে প্রচার শুরু করে দেওয়া হলো। এখনো পর্যন্ত দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা না হলেও প্রচারে এতোটুকু খামতি রাখতে চাইছেন না সিপিআই(এম) নেতৃত্ব। স্থানীয় সিপিআই(এম) নেতৃত্ব জানিয়েছেন বিভিন্ন সরকারি ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বেকারত্ব এই সব কিছুর প্রভাব পড়বে এবার পঞ্চায়েত নির্বাচনে। তৃণমূল বা বিজেপি নয় এই বাংলা একমাত্র ভরসা করতে পারে লাল ঝান্ডার ওপর তার প্রমাণ মিলবে আগামী পঞ্চায়েত নির্বাচনে। পরবর্তীতে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে সেই সময় প্রচারের ঝড় আরো কয়েকগুণ বাড়ানো হবে।
Panchayat Election
পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু ধূপগুড়ি ব্লকে

×
Comments :0