Indian Immigrant Saudi

মরে যাব! সৌদির মরুভূমি থেকে ভারতীয় শ্রমিকের আর্তি

আন্তর্জাতিক

ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট।

‘‘আমাকে সাহায্য করুন, নয়তো আমি মারা যাব।"-
সৌদি আরবে অভিবাসী ভারতীয় এক শ্রমিকের বলা এমনি এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে তার সাথে দ্রুত যোগাযোগের চেষ্টা করা হয়।
সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে সেই শ্রমিক জানা যে তিনি উত্তর প্রদেশের প্রয়াগরাজের হান্ডিয়ার বাসিন্দা। মালিক পাসপোর্টটি বাজেয়াপ্ত করে রেখেছে। সমানে মেরে ফেলার হুমকি ও দেওয়া হচ্ছে তাকে। ভিডিও-তে তাঁকে দেখা গিয়েছে মরুভূমির মধ্যে, উট নিয়ে হাঁটতে।
সৌদি আরব সহ মধ্য প্রাচ্যের একাধিক দেশে অভিবাসী শ্রমিকদের সঙ্গে এমনই ব্যবহার করা হয়। কেড়ে নেওয়া হয় পাসপোর্ট। অন্য জায়গায় চাকরি করার রাস্তা তো বন্ধ হয়ই। এমনকি দেশে ফেরারও উপায় থাকে না। এই ‘কাফালা’ ব্যবস্থা বাতিল করার ঘোষণা সম্প্রতি করেছে সৌদি আরব।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গিয়েছে ভারতীয় সেই শ্রমিক প্রধানমন্ত্রীর কাছে তাঁকে বাড়ি ফিরতে সাহায্য করার জন্যও আবেদন করেন তিনি। তিনি ভিডিও-তে আকুতির সুরে  বলেন, "আমাকে সাহায্য করুন, নয়তো আমি মারা যাবো।" তিনি ভিডিও তে  আরো বলেন, " আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই।"
ওই ভিডিওতে তিনি বিদেশ সচিবকেও সহায়তা করার কোনো আৱেদন করেন। সমাজমাধ্যম ব্যবহারকারীদের কাছে অনুরোধ  করে তিনি বলেন, যাতে তারা ভিডিওটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।
ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর রিয়াধে থাকা ভারতীয় দূতাবাসের তরফে এক্স পোস্টের মাধ্যমে ওই ব্যক্তির সাথে যোগাযোগের চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে।

Comments :0

Login to leave a comment