Dengue Ghatal

মৃত ১, আক্রান্ত ২০, বন্যার মধ্যেই ডেঙ্গু ছড়াচ্ছে ঘাটালের গ্রামে

জেলা

ঘাটাল ব্লকের গোপমহল গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত ও ঘরে ঘরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে অসুস্থ বহু।

চিন্ময় কর: ঘাটাল

উৎসব ভুলে আতঙ্কে পুরো গ্রাম। রবিবারই ডেঙ্গু আক্রান্ত এক ব্যাক্তির মৃত্যু হয়। গ্রাম জুড়ে ডেঙ্গুর উপসর্গ রয়েছে অনেকের। ২০ জনের নমুনা পরীক্ষায় মিলেছে ডেঙ্গু। 
পুজোর আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১৬ জন। আবারো ডেঙ্গুর উপসর্গ নিয়ে জ্বর হাত-পা এবং শরীরে যন্ত্রণার উপসর্গ রয়েছে ঘাটাল ব্লকের মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েতের গোপমহল গ্রামে। ঘরে ঘরে একাধিক মহিলা পুরুষ অসুস্থ। 
একদিকে বন্যার কবলে গ্রাম, তার উপর ঘরে ঘরে জ্বর সহ ডেঙ্গুর উপসর্গ। জানা গিয়েছে, পূজোর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে এই গোপমোহল এলাকার বাসিন্দা শিখা চক্রবর্তী, সবিতা পট্টনায়ক, স্বর্ণলতা রানা  সহ অনেকেই হাসপাতালে ভর্তি ছিলেন। টানা ৬দিন পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। কিন্তু ২ জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁদের কলকাতায় নিয়ে যায় পরিবারের লোকজন। তাঁদেরই একজন,  গোপমহল গ্রামের ভোলানাথ চক্রবর্তীর মৃত্যু হয় রবিবার সকালে। বয়স প্রায় ৫৭ বছর। পেশাই উনি একজন ব্যবসায়ী। ১ অক্টোবর   থেকে সল্টলেগের এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন বলে পরিবার জানিয়েছে বক্তব্য। গ্রাম জুড়ে শোকের ছায়া, পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই জেলায় সরকারি হাসপাতাল গুলির তথ্য অনুযায়ী ১৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এখন সেই সংখ্যা দুই শতাধিক। 
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়িয়ে ছিলো নারায়ণগড় ব্লকও। একসঙ্গে ৩৩ জন আক্রান্ত হন। নারমা গ্রাম পঞ্চায়েতে আক্রান্ত ছিলেন ২৪ জন। তারপরই সরগেডিয়া ও আমবিসান গ্রামে ডেঙ্গু আক্রান্তের হু হু করে বাড়তে থাকে। কেশপুরে ২৫ জন, ডেবরাতে ১৫ জন ডেঙ্গুতে  আক্রান্ত হন বলে জানা গেছে। তবে বেশিরভাগই বাড়িতে চিকিৎসাধীন।

Comments :0

Login to leave a comment