ধৌলিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পে যুক্ত ১৯ শ্রমিক আটকে পড়লেন ধসে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে এনএইচপিসি এই প্রকল্পের কাজ করছে। ধসের জেরে আটকে গিয়েছে সুড়ঙ্গ।
পিথোরাগড়ের পুলিশ সুপার রেখা যাদব সংবাদমাধ্যমে বলেছেন যে শ্রমিকরা আটকে রয়েছেন একটি সুড়ঙ্গের ভেতর। ভূমি ধসের কারণে পাথরের বড় বড় চাঁই ঢোকা-বেরনোর রাস্তা আটকে রেখেছে। জেসিবি মেশিন দিয়ে পাথর সরানোর কাজ চলছে।
এর আগে চারধাম প্রকল্পের কাজে যুক্ত ৪১ শ্রমিক আটকে পড়েছিলেন সিল্কিয়ারা-বারকোট সুড়ঙ্গে।
এদিকে ধরচুলা জেলা প্রশাসন বলেছে সন্ধ্যার আগে পাথরের স্তূপ সরানোর চেষ্টা করা হচ্ছে। তবে একবার পাথর সরালে ফের চাঁই পড়ছে ওপর থেকে।
Pithoragargh Tunnel
পিথোরাগড়ে ধস, সুড়ঙ্গে আটকে ১৯ শ্রমিক

×
Comments :0