মাঝরাতে লিলুয়ায় একটি বাড়িতে আগুন লেগে প্রাণ হারালেন দুই জন। নিহতেরা সম্পর্কে জামাই ও শাশুড়ি। ঘটনায় গুরুতর জখম হয়েছেন মেয়ে। লিলুয়া থানার অন্তর্গত চকপাড়া শান্তিনগরের ঘটনা। পুলিশ জানিয়েছে
নিহতেরা হলেন মধুসুধন সানা( জামাই ) শাশুড়ি আঙ্গুর বালা দুলুই। হাসপাতালে চিকিৎসাধীন কমলা সানা।
স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে রবিবার রাতে কোনো কারণে তাদের ঘরে আগুন লেগে যায়। সকলে ঘুমন্ত অবস্থায় থাকায় আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই দুজনের মৃত্যু হয়। জানা গেছে ওই বাড়িটি ছিল দরমার বেরা দিয়ে তৈরি। ছিল না বিদ্যুতের সংযোগ। আগুন জ্বলতে দেখে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত দেন। পরে খবর দেওয়া হয় স্থানীয় লিলুয়া থানা এবং দমকলে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ওই ঘর থেকে দুটি ঝলসানো দেহ উদ্ধার হয়। একজনকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রাভিন ত্রিপাঠি। আগুন লাগার কারণ জানতে হবে ফরেনসিক পরীক্ষা কথা বলেন তিনি। দমকলের প্রাথমিক অনুমান মোমবাতি অথবা ধূপ থেকে আগুন লাগতে পারে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এ বিষয়টি খতিয়ে দেখছে দমকল।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Comments :0