AIKS

পূর্ব বর্ধমানে দালাল চক্র হাতাচ্ছিলো চাষের জমি, রুখলেন কৃষক-খেতমজুররা

জেলা

৪০ বছর ধরে চাষ করার পর কেড়ে নিচ্ছিল জমির দালাল’রা সেই জমির দখল রাখলেন গরিব কৃষক’রা।

পূর্ব বর্ধমান সদর ২ ব্লকের হাটগোবিন্দপুরে জমির পুনর্দখলের আন্দোলন শুরু হয়েছে। চরকতলা, হাটকান্ডার তিন জায়গায় মোট ৭ বিঘা জমি প্রায় ২০ টা গরিব পরিবার বিগত ৪০ বছর ধরে চাষ করে আসছিলেন। তৃণমূল-বিজেপি’র মদতে জমির মালিক দালাল চক্রের সাথে যোগ সাজস করে এখন সেই জমি গোপনে বিক্রির ব্যবস্থা করেছিল। 
শনিবার সকালে আমিন জমি মাপতে এলে মানুষ একজোট হয়ে হঠিয়ে দেয়। এই আন্দোলনে নেতৃত্ব দেন খেতমজুর ইউনিয়ন গোবিন্দপুর অঞ্চল সভাপতি রঞ্জন মাঝি ও কৃষক সভার অঞ্চল কমিটির নেতা দুঃখীরাম দাস। এদিন বিকাল ৫ টায় হাটগোবিন্দপুর চরকতলায় সমস্ত চাষিদের নিয়ে সভা হয়েছে। কৃষক সভা ও খেতমজুর সংগঠনের ডাকে সকল চাষি, খেতমজুররা উপস্থিত থেকে সিদ্ধান্ত হয়েছে কিছুতেই ৪০ বছর ধরে চাষ করে আসা জমি তারা ছাড়বে না। রবিবার ওই জমিতে চাষ দিয়ে বোরো ধান রুইয়ে জমির রাখবেন তাঁরা। এর আগেও হাটগোবিন্দপুর এলাকায় বনগ্রাম, কেশব্যা পাড়াতে ১৮টি পরিবার ৪০ বছর ধরে চাষ করতো ৭বিঘে জমি সেটাও বিক্রি করার ষড়যন্ত্র হয়েছিল। সেই জমিও কৃষকসভা ও খেতমজুর ইউনিয়ন যৌথভাবে লড়াই করে উদ্ধার করেছে। হাটগোবিন্দপুর চরকতলায় জমির অধিকার রক্ষার জন্য যে আলোচনা সভা হয়েছে সেখানে   উপস্থিত ছিলেন রঞ্জন মাঝি, ভোলা হাঁসদা, সোনাতন হাঁসদা, দুঃখীরাম দাস, চন্দ্রচুর চৌধুরী ও মানস প্রামানিক।

 

Comments :0

Login to leave a comment