অন্ধ্র প্রদেশের একজন হিন্দু ধর্মগুরুকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে নাবালিকা ধর্ষণের অভিযোগে। একটি অনাথ ১৫ বছর বয়সী মেয়েকে নিজের আশ্রমে কয়েক মাস ধরে একাধিকবার ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিজয়ওয়াড়ায় কিশোরীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিশাখাপত্তনমের ভেঙ্কোজির জ্ঞানানন্দ আশ্রমের প্রশাসক পূর্ণানন্দ সরস্বতীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পূর্ণানন্দ সরস্বতী মেয়েটিকে বারবার অত্যাচার ও যৌন হেনস্থা করেছে। মেয়েটি আশ্রম থেকে পালিয়ে, কোনোরকমে বিজয়ওয়াড়া পৌঁছে একটি অভিযোগ দায়ের করে, পুলিশ জানিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং পূর্ণানন্দ সরস্বতীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
Andhra seer arrested
ধর্ষণের অভিযোগে অন্ধ্রতে গ্রেপ্তার ধর্ম গুরু

×
Comments :0