Baby on Deporting Orisini

অধ্যাপক ফ্রান্সেসকা ওরিসিনিকে ফেরত পাঠানোর কড়া নিন্দা বেবির

জাতীয়

জ্ঞানচর্চার স্বাধীনতাকে সহ্য করতে নারাজ কেন্দ্রের মোদী সরকার। অনুসন্ধিৎসু পণ্ডিতজনের ওপর বরাবর বিতৃষ্ণা রয়েছে এই সরকারের। হিন্দি সাহিত্যের গবেষক এবং পণ্ডিত ফ্রান্সেসকা ওরিসিনি দেশ থেকে ফেরত পাঠানো মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই মনোভাবের আরেক নজির।
বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। এদিনই তিনি কড়া নিন্দা করেছেন কেরালায় একটি আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে ভাঙচুরেরও।
ওরিসিনি লন্ডনে স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের এমেরিটাস অধ্যাপক। গত ২০ তারিখ তাঁকে হঙকঙে ফেরত পাঠায় ভারত। ওরিসিনির ভিসা ছিল। তাঁর বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে বলে জানা গিয়েছে। 
বেবি বলেছেন, ওরিসিনি তাঁর গবেষণায় হিন্দি এবং উর্দু ভাষা ও সাহিত্যে ভারতের ব্যাপক বৈচিত্রময় সংস্কৃতি এবং রাজনীতির প্রভাব নিয়ে চর্চা করেছেন। এই ধরনের আলোকপাত সরাসরি সঙ্ঘ পরিবারের একমাত্রিক সাংস্কৃতিক জাতীয়তাবাদকে প্রশ্নের মুখে ফেলে। এই পদক্ষেপের নিন্দা করেছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
বেবি বলেছেন, মাত্র এক সপ্তাহ আগে ক্যাম্পাসে এবিভিপি’র গুন্ডামির অভিযোগে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের বিক্ষোভে ধরপাকড় চালিয়েছে দিল্লি পুলিশ। প্রতিবাদীদের নামে এফআইআর দায়ের করা হয়েছে। 
বেবি বলেছেন, আসলে শিক্ষার গৈরিকীকরণে নেমেছে আরএসএস-বিজেপি। এই চেষ্টা প্রতিবাদের মুখে বারবারই পড়বে।   
এদিকে কেরালার আন্তর্জাতিক প্রদর্শনীতে ভাঙচুরের কড়া নিন্দা করেছেন কেরালা ললিত কলা আকাদেমির চেয়ারপার্সন মুরলি চিরোথও।
বুধবার সন্ধ্যায় কোচির দরবার হলে ওই আন্তর্জাতিক প্রদর্শনীতে হামলা হয়। একাংশ ঘটনাটি ফেসবুকে লাইভ করে। 
আলজেরীয়-ফরাসি শিল্পী হানান বেনাম্মারের ওই শিল্পকর্ম ঘিরে অশ্লীলতার অভিযোগ তুলে চালানো হয় হামলা।
বেবি বলেছেন, ‘‘কোনও শিল্পকর্ম নিয়ে দ্বিমত থাকতেই পারে। তা নিয়ে বিতর্কও হওয়া উচিত। কিন্তু সস্তার জনপ্রিয়তার লোভে এভাবে ভাঙচুর চালানো বরদাস্ত করা যায় না।’’
অনুষ্কা রাজেন্দ্রন এবং দামিয়েন ক্রিস্টিনজার আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে কেরালার শিল্পীদের পাশাপাশি ফ্রান্স, নরওয়ে, সুইৎজারল্যান্ডের শিল্পীরাও অংশ নিচ্ছেন। 
ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা দাবি করেছেন বেবি।

Comments :0

Login to leave a comment