Slum Eviction Haldia

হলদিয়ায় উচ্ছেদ ঠেকালো বস্তি উন্নয়ন সমিতি

জেলা

উচ্ছেদ ঠেকানোর পর হলদিয়ায় হিন্দুস্তান ফার্টিলাইজার সংলগ্ন বস্তিবাসীরা।

হলদিয়া ফার্টিলাইজার কর্পোরেশন সংলগ্ন বস্তি উচ্ছেদে নেমেছে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বাহিনী নিয়ে উচ্ছেদে নামা হয়। বস্তিবাসীদের নিয়ে উচ্ছেদ ঠেকালো পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি।   
হলদিয়া বন্দর কর্তৃপক্ষ বেশ কিছূদিন ধরে হলদিয়া ফার্টিলাইজার কর্পোরেশন সংলগ্ন এলাকার বস্তি উচ্ছেদের পরিকল্পনা চালাচ্ছে। 
বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষের আধিকারিকরা সিআইএসএফ নিয়ে আসে বস্তি উচ্ছেদের জন্য। সঙ্গে ছিল বুলডোজার। 
বস্তিবাসীরা জানান পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির নেতৃবৃন্দকে। তাঁরা হাজির হন এলাকায়। বস্তিবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলেন। বন্দর কর্তৃপক্ষ পিছু হটতে বাধ্য হয় এবং ফিরে যায়।
এই জয় ছিন্নমূল মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফল।
পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন সংলগ্ন বস্তিবাসীদের অভিনন্দন জানিয়েছে।

Comments :0

Login to leave a comment