বিপর্যস্ত উত্তরবঙ্গ। মানুষের পাশে প্রথম থেকেই থেকেছে সিপিআই(এম) সহ বামপন্থী গণ সংগঠন গুলি। এবার যুদ্ধকালীন তৎপরতা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন বামফ্রন্টের সভাপতি বিমান বসু। সোমবার এক বিবৃতি প্রকাশ করে তিনি বলেন, "উত্তরবঙ্গজুড়ে প্রাকৃতিক দুর্যোগে জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে। ইতিমধ্যে ৩০ জনের বেশি প্রাণহানির সংবাদ পাওয়া গেছে, বিপুল পরিমানে বাড়িঘর নদীগর্ভে তলিয়ে গেছে, রাস্তা ও ব্রিজ ভেঙেছে, ফসলসহ চাষের জমি জলে ডুবে গেছে, যাতায়াতের পথ অবরুদ্ধ হয়েছে।"
বামফ্রন্টের সব শরিক দলের নেতা ও কর্মী, বিভিন্ন বামপন্থী দল ও গণসংগঠনগুলির সবার কাছে তিনি আবেদন জানান যুদ্ধকালীন তৎপরতায় বিপর্যয় মোকাবিলায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে।
তিনি বিবৃতিতে উল্লেখ করেছেন যে ষাটের দশকে প্রাকৃতিক দুর্যোগে একবার বহু মানুষের মৃত্যু ঘটেছিল। কিন্তু এবারে প্রাণহানির সংখ্যা তাকেও ছাপিয়ে গেছে। এই বিপর্যয়ের ফলে যাঁরা জীবন হারিয়েছেন তাঁদের পরিবারবর্গের কাছে শোক ও সমবেদনা জানিয়েছেন।
সোমবার মিরিকে বিপর্যস্ত এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন প্রবীণ সিপিআই(এম) নেতা জীবেশ সরকার, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য ময়ূখ বিশ্বাস, গৌতম ঘোষ সহ নেতৃবৃন্দ।
কোচবিহারের বন্যা কবলিত একাধিক জায়গায় দুর্গত মানুষের সাথে দেখা করেন সিপিআই এম কোচবিহার জেলা কমিটির সম্পাদক অনন্ত রায় সহ নেতৃবৃন্দ।
Comments :0